কিছু পুরনো জোকস
লিখেছেন লিখেছেন হিমেল সাহেব ২৫ জুলাই, ২০১৩, ০৮:৫৬:১৪ রাত
১/
পুলিশঃতুমি কোথায় থাকো..?
বল্টুঃ আমার
বাবা মা এর সাথে..
পুলিশঃ তোমার
বাবা মা কোথায়
থাকেন..? বল্টুঃ আমার সাথে..
পুলিশঃ তোমরা সবাই কোথায়
থাকো..?
বল্টুঃ একসাথে
পুলিশঃ উফফ তোমার
বাসা কই..? বল্টুঃ আমার
প্রতিবেশীর বাসার পাশে..
পুলিশঃ তোমার
প্রতিবেশীর
বাসা কোথায়..?
বল্টুঃ আপনাকে যদি বলি আপনি বিশ্বাস করবেন
না...
পুলিশঃ আরে ভাই
আগে বল কই..?
.
.
. .
.
.
বল্টুঃ আমার বাসার পাশে..
২/ গাধাঃ আমার মালিক আমাকে খুব মারে।
কুকুরঃ তাহলে তুই এখান থেকে পালিয়ে যা।
গাধাঃ না।
কুকুরঃ কেন???
.
.
.
.
.
.
.
.
গাধাঃ আমার মালিকের সুন্দরী মেয়েটা যখন
লেখাপড়া করতে চায় না,
তখন মালিক তার
মেয়েকে বলে,
“তোকে এই গাধাটার
সাথে বিয়ে দেব”
মেয়েটাকেও আমার খুব পছন্দহয়েছে,
তাই এত
মার খেয়েও এখানে পড়ে আছি !!!:-o
৩/ লিওন ড্রেস নিয়ে FB তে এত
মাতামাতি দেখে
সানি লিওন
বাংলাদেশে আসল !!!!
এসেই তিনি একটা শপিং মলে গেলেন
সানি লিওন ড্রেসটা দেখার জন্য.
তো ড্রেসটা দেখে তার খুব পছন্দ হল.
সে এই ড্রেসটা একটু পরে দেখতে চাইলো.......
তাই সে সেলসম্যান বল্টু-কে বলল,
ট্রায়াল রুম-টা কোন দিকে????
.
.
.
.
.
.
.
.
.
.
বল্টু : মজা করতেছেন কেন ম্যাডাম???? ট্রায়াল রুমে গিয়া কি করবেন???
বিষয়: বিবিধ
১০৫৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
২ নং টা জীবনেরই প্রতিচ্ছবি। ঝুঁকি নিবার সাহসের অভাবে অনেকে উন্নতি করতে পারেনা। মিথ্যা আশা নিয়ে পড়ে থাকে।
মন্তব্য করতে লগইন করুন